আগামী ১৪ সেপ্টেম্বর বন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে প্রবাসীদের অধিকতর সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মানিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। তাঁদের মতে, প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে ভোটাধিকার প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
“প্রবাসীদের ভূমিকা ও কর্তব্য” শীর্ষক এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। শনিবার বন নগরীর ডুইসডর্ফে অবস্থিত ইন্টেগ্রেশন হাউজে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইন্টেগ্রেশন হাউজের প্রতিষ্ঠাতা, কোলন-বন বাংলাদেশ-জার্মান সমিতির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি যুবরাজ তালুকদার।
সভায় বক্তব্য রাখেন ইন্টেগ্রেশন হাউজের প্রধান উপদেষ্টা ও সমিতির সহ-সভাপতি নুরুল ইসলাম, রেমিট্যান্সভিত্তিক প্রতিষ্ঠান না’লা বাংলাদেশ-এর হেড অব গ্রোথ মাহমুদুল হাসান এবং আসন্ন নির্বাচনে এসপিডি দলের মনোনীত প্রার্থী ড. আব্দুল হাই।
সভাটি সঞ্চালনা করেন দাতব্য সংস্থা সেরাজি ফাউন্ডেশনের সহ-সভাপতি ড. তৌফিকুল হক রিফাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি-জার্মান চিত্রশিল্পী মারুফ আহমেদ, বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র জার্মানির প্রতিষ্ঠাতা বদরুন্নেসা হোসনে সুলতানা, সভাপতি ড. তিয়াশা হোসনে আইয়ুব, জলবায়ু অর্থায়ন বিষয়ক কর্মকর্তা ড. ফিরদাউস আরা হোসেন (জিআইজেড, জার্মানি), “সীমান্ত” সাময়িকীর প্রধান সম্পাদক রিয়াজুল ইসলাম, এবং ইন্টেগ্রেশন হাউজের সংগঠক তামান্না তালুকদার ও রেশমা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী আব্দুল মুনিম, কবি ও আবৃত্তিকার মীর জাবেদা ইয়াসমিন ইমি, সেরাজি ফাউন্ডেশনের সভাপতি সিরাতুন নাইম, সাধারণ সম্পাদক সাইফুল হায়দার, নির্বাহী সদস্য খুরশিদ হাসান সজীব, সংগঠক মোবাশ্বের হোসেন সুমন, মুবাশ্বেরুল ইসলাম প্রত্যয়, মশিউর রহমান সংলাপ, নাজিব আহমেদ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা জাকির হোসেন।
বক্তারা জার্মানির নির্বাচনী প্রক্রিয়া, স্থানীয় প্রশাসনে প্রবাসীদের সম্পৃক্ততা, সমাজ ও শ্রমবাজারে তাঁদের অবদান এবং গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তাঁরা উল্লেখ করেন, জার্মানির নাগরিকত্ব না থাকলেও অভিবাসীরা নগরীর ইন্টেগ্রেশন কাউন্সিল নির্বাচনে ভোট প্রদানের অধিকার রাখেন। এ প্রেক্ষিতে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং এসপিডি প্রার্থী ড. আব্দুল হাইকে সমর্থন দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় সহযোগিতা করে রেমিট্যান্স প্রতিষ্ঠান ‘না’লা’। নতুন গ্রাহকদের জন্য ‘হাই৭৮’ প্রোমোকোড ব্যবহারে সর্বনিম্ন ৫০ ইউরো দেশে পাঠালে ২৫ ইউরো বোনাস দেওয়ার ঘোষণা দেয় জনপ্রিয় মানিট্রান্সফার অ্যাপটি।