শিরোনাম :
চীন-ঘানা সম্পর্কের ৬৫ বছর: নতুন উচ্চতায় অংশীদারিত্ব অস্ত্রবিরতি ভেঙে পাকিস্তান-আফগান সীমান্তে ফের সংঘর্ষ বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বাড়াতে বৈশ্বিক আহ্বান বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সাথে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বৈঠক বিতর্কের মধ্যেই কার্যকর চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ, গড়ে ৪১ শতাংশ চার্জ বৃদ্ধি দুই দিনের সফর শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিক্ষকদের বেতন ভাতা দাবি: পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান হজ নিবন্ধনের সময় বাড়ল রাজনৈতিক দলের হাতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া ঢাকায় আগুনে নিহত ১৬, নিখোঁজদের সন্ধানে স্বজনদের আহাজারি

উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির তত্ত্বে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন বিশিষ্ট অর্থনীতিবিদ ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।তাদের গবেষণার মূল অবদান হলো “উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি”

(innovation-driven growth) ধারণাকে বিশ্লেষণ ও তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করা।

সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ তিন গবেষকের নাম ঘোষণা করে। অ্যাকাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তিগত উদ্ভাবন ও সৃজনশীল অগ্রগতির মাধ্যমে কীভাবে একটি অর্থনীতি দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পারে— তা ব্যাখ্যা করায় তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কারের অর্ধেক ভাগ পেয়েছেন ইওয়েল মোকিয়র, যিনি প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো চিহ্নিত করেছেন। আর বাকি অর্ধেক যৌথভাবে পেয়েছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট, যাঁরা “সৃজনশীল বিনাশ” (Creative Destruction) তত্ত্বের মাধ্যমে দেখিয়েছেন— নতুন উদ্ভাবন পুরনো প্রযুক্তিকে প্রতিস্থাপন করে কীভাবে অর্থনীতিকে গতিশীল করে তোলে।

এই তত্ত্বটি শিল্পবিপ্লব থেকে শুরু করে আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ব অর্থনীতির বিকাশ বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অর্থনীতিতে এই নোবেল পুরস্কারটির আনুষ্ঠানিক নাম “সেভেরিজেস রিক্সব্যাঙ্ক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল”, যা প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে।

পুরস্কারের আর্থিক মূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার)।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তি বিষয়ে এ বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD