ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে সহিংসতা পরিহার করে শান্ত ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের পক্ষে এ আহ্বান জানান তার মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি জানান, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর নিন্দা প্রকাশ করেছেন মহাসচিব এবং এই ঘটনার জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি।
এদিকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স পৃথক এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশে গত বছরের বিক্ষোভের অন্যতম প্রধান নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গত সপ্তাহে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি আঘাতের কারণে মারা গেছেন। আমরা সবাইকে শান্ত থাকতে এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন একটি পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সবাই নিরাপদে জনজীবনে অংশ নিতে পারবে এবং শান্তিপূর্ণভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে।”
বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়। পাশাপাশি যে কোনো ধরনের অস্থিরতা ও সহিংসতা ছড়িয়ে পড়া রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
সূত্র: আরআর/এসএসজি (ইউএন নিউজ, এপি)।