তীব্র শীতকে উপেক্ষা করে জার্মান আওয়ামীলীগ ও স্বাধীনতার স্বপক্ষের প্রবাসীদের উদ্যোগে ২৪ নভেম্বর জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক জোরালো বিক্ষোভ মিছিল ও সমাবেশ। জার্মানির বিভিন্ন শহর থেকে দলে দলে আগত নেতা-কর্মী এবং স্বাধীনতার স্বপক্ষের প্রবাসীরা দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।
দুপুর বারোটার সময় শুরু হওয়া মিছিলটি মুহূর্মুহু স্লোগানে প্রাঙ্গণজুড়ে এক উত্তাল পরিবেশ তৈরি করে। অংশগ্রহণকারীরা বলেন—বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ‘প্রহসনমূলক রায়’ দেওয়া হয়েছে, তা গণতান্ত্রিক ন্যায়বিচারের পরিপন্থী। এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারীরা জার্মান সরকারকে আন্তর্জাতিক নৈতিক অবস্থান থেকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, জার্মানি থেকে বাংলাদেশে ভ্রমণকারী বহু প্রবাসী অন্যায় আচরণ ও হয়রানির শিকার হন। এ ধরনের নিপীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের দাবি তোলেন তারা।

বিক্ষোভ শেষে জার্মান আওয়ামীলীগ ও স্বাধীনতার স্বপক্ষের প্রবাসীদের যৌথ প্রতিনিধি দল জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায়কে অবিলম্বে নাকচ করতে জার্মান সরকারের সক্রিয় ভূমিকা কামনা করা হয়। একই সঙ্গে প্রবাসীদের ওপর সংঘটিত নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগের অনুরোধ জানানো হয়।

শীতের দিনে দীর্ঘ পাঁচ ঘণ্টার এই বিক্ষোভ ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত-যা প্রবাসীদের রাজনৈতিক সচেতনতা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অটল অবস্থানের প্রতীক হয়ে উঠেছে।