শিরোনাম :
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা বৃদ্ধি, বোমাবর্ষণে ক্ষয়ক্ষতি গুলিস্তান জিরো পয়েন্টের একটি শপিং কমপ্লেক্সে আগুন তীব্র হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সংকট চুয়াডাঙ্গায় শীতে জনজীবন বিপর্যস্ত ‘লটারির মাধ্যমে বন্দি মুক্তি’ নামে প্রতারণা, কারা কর্তৃপক্ষের সতর্কতা তারেক রহমান আজ জিয়াউর রহমানের কবর জিয়ারত করে যাবেন জাতীয় স্মৃতিসৌধে  চাঁদাবাজি ও অপহরণের একাধিক অভিযোগ ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার বেইজিংয়ে নববর্ষে সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্যের জোয়ার ৯ কোটির মুস্তাফিজ: আইপিএল নিলামের কোটিপতি ক্রিকেটাররা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্কুলশিক্ষককে গুলি করে হত্যা

‘এক দেশ, দুই ব্যবস্থা’ বাস্তবায়নে ম্যাকাও সরকারের অগ্রগতি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১৬ ডিসেম্বর বেইজিংয়ে কার্যপ্রতিবেদন দিতে আসা ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী সেন হাওহুইয়ের সাথে সাক্ষাৎ করেছেন এবং ম্যাকাওয়ের বর্তমান পরিস্থিতি ও বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের কাজের অবস্থা সম্পর্কে তার প্রতিবেদন শুনেছেন।

প্রেসিডেন্ট সি উল্লেখ করেন যে, গত এক বছরে প্রধান নির্বাহী সেন হাওহুই নতুন বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারকে নেতৃত্ব দিয়ে সক্রিয়ভাবে অগ্রগামী ও বাস্তববাদী পদক্ষেপ নিয়েছেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করেছেন, ম্যাকাওর অষ্টম আইনসভা নির্বাচন সফলভাবে আয়োজন করেছেন, সরকারি প্রশাসন সংস্কার এগিয়ে নিয়ে গেছেন, কুয়াংতুং-হংকং-মাকাও বৃহৎ উপসাগরীয় অঞ্চল নির্মাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন কাজে নতুন অগ্রগতি অর্জন করেছেন। কেন্দ্রীয় সরকার প্রধান নির্বাহী সেন হাওহুই এবং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের কাজের সম্পূর্ণ স্বীকৃতি দেয়।

তিনি জোর দিয়ে বলেন, চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন ‘পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনা’ সময়কালের জন্য দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে, ‘এক দেশ, দুই ব্যবস্থা’, ‘ম্যাকাওবাসীদের দ্বারা ম্যাকাও পরিচালনা’ ও উচ্চমাত্রার স্বায়ত্তশাসনের নীতি দৃঢ়ভাবে বাস্তবায়ন এবং ম্যাকাওর দীর্ঘমেয়াদী সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রচারের ওপর জোর দিয়েছে। বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের উচিত জাতীয় ‘পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনার’ সাথে সক্রিয়ভাবে সংযোগ স্থাপন করা, প্রশাসনিক নেতৃত্ব বজায় রাখা ও উন্নত করা, অর্থনীতির পরিমিত বহুমুখী উন্নয়ন দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া, শাসন কার্যকারিতা ক্রমাগত উন্নত করা এবং জাতীয় উন্নয়নের সামগ্রিক পরিস্থিতিতে আরও ভালোভাবে একীভূত হওয়া ও সেবা দেওয়া।

লি ছিয়াং, ছাই ছি, তিং শুয়ে শিয়াং, লি কানচিয়ে, ছেন ওয়েনছিং ও শিয়া পাওলং প্রমুখ এই সাক্ষাতে অংশ নিয়েছেন।

সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD