ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসে এক স্কুলশিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষকের নাম দানিশ রাও। তিনি দীর্ঘ ১১ বছর ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত এবিকে হাইস্কুলে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করছিলেন।
স্থানীয় সময় বুধবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে দানিশ রাও দুই সহকর্মীর সঙ্গে ক্যাম্পাসে হাঁটছিলেন। এ সময় একটি স্কুটারে করে আসা দুই যুবক তাদের পথরোধ করে। তারা পিস্তল দেখিয়ে ভয় দেখায় এবং হামলার আগে এক দুর্বৃত্ত দানিশ রাওকে উদ্দেশ করে বলে, “তুমি আমাকে এখনও চেনো না, এখন চিনবা।”
এরপর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় দানিশ রাওকে দ্রুত আলিগড়ের জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কাছেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দানিশ রাওকে কমপক্ষে তিনটি গুলি করা হয়, যার মধ্যে দুটি গুলি তার মাথায় লাগে। আলিগড়ের পুলিশ সুপার নীরজ যাদব জানিয়েছেন, স্কুটারে থাকা দুই হামলাকারীই গুলি চালায় এবং ঘটনার পর দ্রুত পালিয়ে যায়।
ঘটনার তদন্তে পুলিশ ছয়টি বিশেষ দল গঠন করেছে। ক্যাম্পাস ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলি জানান, গুলির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টিভি।