শিরোনাম :
হিমালয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা গড়তে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের আহ্বান  ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুবিধা ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক শ্রম সংস্থার তিনটি কনভেনশন অনুসমর্থন ঐতিহাসিক সিদ্ধান্ত চীন-ফ্রান্স ফার্স্ট লেডির বেইজিং পিপলস আর্ট থিয়েটার পরিদর্শন বেইজিংয়ে চীন-ফান্সের প্রেসিডেন্টদের মধ্যে বৈঠক পুতিনের ভারত সফর: ভূরাজনৈতিক চাপের মধ্যেও অটুট নয়াদিল্লি–মস্কো সম্পর্ক উপদেষ্টা পরিষদের বৈঠকে বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস সম্পাদকীয় : নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতার উত্থান-রাষ্ট্রের জরুরি সতর্কবার্তা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া ও প্রার্থনা  সময়ের কথকথা

দাহ্যতা মান না মানায় প্রকৌশলীসহ ১৩ জন গ্রেফতার

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার গত সোমবার ঘোষণা করেছে যে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের চিকিৎসা খরচ সম্পূর্ণভাবে মওকুফ করা হবে।

ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের চিকিৎসা চাহিদা আরও পূর্ণভাবে মেটানোর জন্য, হংকং চিকিৎসা ও স্বাস্থ্য ব্যুরো বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এই অগ্নিকাণ্ডে সরকারি হাসপাতালে পাঠানো আহত ব্যক্তিদের পুরো চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় প্রয়োজনীয় চিকিৎসা সেবার সম্পূর্ণ খরচ মওকুফ করা হবে; ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮টি ভবনের সকল বাসিন্দা সম্পূর্ণ চিকিৎসা খরচ মওকুফের সুবিধা পাবেন।

এদিন দুপুর ১টা পর্যন্ত, হংকং সরকার প্রতিষ্ঠিত ‘তাইপো হং ফুক ইউয়ান সহায়তা তহবিল’ মোট ১৩০ কোটি হংকং ডলার আনুদান পেয়েছে, সরকারের ৩০ কোটি হংকং ডলার অর্থসহ, তহবিলের মোট পরিমাণ প্রায় ১৬০ কোটি হংকং ডলার হয়েছে, যা বাসিন্দাদের বাড়িঘর পুনর্নির্মাণে সহায়তা করতে ব্যবহৃত হবে।

এর আগে হংকং সরকার ঘোষণা করেছে যে তহবিল থেকে প্রত্যেক মৃত্যের পরিবারকে ২ লাখ হংকং ডলার সমবেদনা অনুদান ও ৫০ হাজার হংকং ডলার অন্ত্যেষ্টিক্রিয়া খরচ প্রদান করা হবে। এছাড়া, তহবিল থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০ হাজার হংকং ডলার জীবনযাত্রা ভাতা প্রদান করা হবে।

হংকং সরকার ২৭ নভেম্বর সন্ধ্যা থেকে ধাপে ধাপে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার হংকং ডলার জরুরি সাহায্য অনুদান প্রদান করেছে, গতকাল বিকাল ৪টা পর্যন্ত ১৮৬১টি পরিবারে তা বিতরণ করা হয়েছে।
এদিন বিকাল ৪টা পর্যন্ত, অগ্নিকাণ্ডে ১৫১ জনের মৃত্যু হয়েছে। পুলিশ বলেছে যে, তারা ৩ সপ্তাহের মধ্যে অনুসন্ধান ও প্রমাণ সংগ্রহ সম্পন্ন করার চেষ্টা করছে। বর্তমানে ৫টি ভবনের অনুসন্ধান সম্পন্ন হয়েছে, এদিন তারা অবশিষ্ট দুটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভবনে অনুসন্ধান চালানোর জন্য আরও ৬০০ জন কর্মী পাঠিয়েছে। পুলিশ নিখোঁজ হওয়া ব্যক্তিদের বিষয়টি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, যাতে তাদের অবস্থা যত দ্রুত সম্ভব নিশ্চিত করা যায়।

পুলিশের বাস্তব অনুসন্ধান ও প্রমাণ সংগ্রহ থেকে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া ভবনে ৭টি স্থান থেকে সংগ্রহ করা শেড নেটের নমুনা দাহ্যতা রোধের মান পূরণ করেনি। পূর্বে ৩টি প্রকৌশল কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি, পুলিশ আরও ১০ জনকে গ্রেফতার করেছে যারা বিভিন্ন প্রকৌশল বা প্রকৌশল পরামর্শক কোম্পানির সাথে সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত হত্যার অভিযোগ রয়েছে।

সূত্র :চায়না মিডিয়া গ্রুপ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD