নিউইয়র্কে ২৯ অক্টোবর ,বুধবার নিউইয়র্ক সময় সকাল ৯টায় “টার্নিং পয়েন্ট: বাংলাদেশ জুলাই-আগস্ট আন্দোলনের পর” শীর্ষক আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স (কানাডা) এবং সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম (বেলজিয়াম)।
সহ-আয়োজক হিসেবে যুক্ত হয়- নেভার এগেইন অ্যাসোসিয়েশন (পোল্যান্ড), ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (যুক্তরাজ্য), রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ (ভারত), ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ (সুইজারল্যান্ড), ৭১@হার্ট (যুক্তরাজ্য), একাত্তরের প্রহরী (যুক্তরাষ্ট্র), সেন্টার ফর ইউএসএ–বাংলাদেশ রিলেশনস (যুক্তরাষ্ট্র) এবং সেন্টার ফর জেন্ডার জাস্টিস অ্যান্ড উইমেন এমপাওয়ারমেন্ট (ক্যামেরুন)।

সম্মেলনে গত ১৫ মাসে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং দেশের গণতন্ত্র ও সুশাসন পুনরুদ্ধারে জাতীয় ও আন্তর্জাতিক মহলের গঠনমূলক ভূমিকা আহ্বান করা হয়।
জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের (OHCHR) জুলাই–আগস্ট ২০২৪ সালের আন্দোলন-সংক্রান্ত রিপোর্ট নিয়ে আলোচনায় বক্তারা বলেন, রিপোর্টটির নিরপেক্ষতা, পদ্ধতিগত স্পষ্টতা ও বিশ্লেষণধর্মী গভীরতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁরা আরও বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত হবে বাংলাদেশের প্রেক্ষাপট ও জনগণের আকাঙ্ক্ষাকে সঠিকভাবে মূল্যায়ন করা।
সম্মেলনে পাঁচ দফা ঘোষণা গৃহীত হয়-
১️ নাগরিক ও রাজনৈতিক অধিকারের পূর্ণ পুনঃপ্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ।
২️ মানবাধিকার লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করা।
৩️ গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা।
৪️ চরমপন্থা রোধ ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা জোরদার করা।
৫️ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করা।
সম্মেলনে বক্তব্য দেন রেভ. ড. রবার্ট বি. লান্সিয়া (যুক্তরাষ্ট্র), উইলিয়াম স্লোন (কানাডা), প্রফেসর বীনা সিক্রি (ভারত), পাওলো কাসাকা (বেলজিয়াম), ক্রিস ব্ল্যাকবার্ন (যুক্তরাজ্য), শার্লট জ্যাকুমার্ট (সুইজারল্যান্ড), সুহাস চাকমা (ভারত), নাতালিয়া সিনিয়েভা (পোল্যান্ড), ড. চংসি আয়োহ জোসেফ (ক্যামেরুন), ড. নুরুন নবী (যুক্তরাষ্ট্র), প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল্লাহ (যুক্তরাষ্ট্র), ড. এস. এম. মাসুম বিল্লাহ (ফ্রান্স), ব্যারিস্টার তপস কান্তি বাউল (জার্মানি)সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. হাবিবে মিল্লাত, সভাপতি, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স, কানাডা।
সঞ্চালনায় ছিলেন প্রিয়জিৎ দেবসরকার, ইঞ্জিনিয়ার রানা হাসান মাহমুদ ও দেবদ্যুতি দাশগুপ্ত। ধন্যবাদ জ্ঞাপন করেন মো.গোলাম কিবরিয়া তালুকদার, নির্বাহী পরিচালক, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স।
মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে গ্লোবাল বাংলা, ব্রিজ বাংলা-২৪, নারেটিভা- ৩৬০, এনআরবি নিউজ-২৪, আলফা টিভি, প্রবাস দর্পণ, দৃষ্টিকোণ-৭১ এবং বাংলা নিউজ নেটওয়ার্ক।