আসছে-৮ই অক্টোবর, শনিবার, বিকাল ৪ টায়, প্রিয় জন্মভূমি বাংলাদেশ ও তার সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপনকারী জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের জন্য ফ্রাঙ্কফুর্টে একটি নতুন অফিস ঘর উদ্বোধন ও জেল হত্যা দিবস নিয়ে আলোচনা-দোয়ার অনুষ্ঠান হতে যাচ্ছে। অনুষ্ঠানে স্বাধীনতার স্বপক্ষের প্রবাসীরা অংশগ্রহণের জন্য সাদরে আমন্ত্রিত।
৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া মাহফিল আয়োজিত হবে। অনুষ্ঠানের শেষে একত্রে রাতের খাবারের ব্যবস্থা রয়েছে।
উদ্বোধন ও দোয়া মাহফিলের বিস্তারিত সময়সূচি:
তারিখ: ৮ই অক্টোবর, শনিবার
সময়: বিকাল ৪ ঘটিকা
স্থান: Am Ruhestein 15, 60529 Frankfurt (Schwanheim)
এটি স্বাধীনতার স্বপক্ষের প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে সংহতি ও মাতৃভূমির প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে।
আয়োজক: স্বাধীনতার স্বপক্ষের প্রবাসীরা (জার্মানি)।